তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৪:৫১ পিএম
তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাত দল।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ৮–১০ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের মেঝে খুঁড়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী আক্তার (২২), ইভা আক্তার (১৯), পিতা আনোয়ার হোসেন পাটোয়ারী এবং শাশুড়িকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। 

পরে তারা ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ডাকাত দল যাওয়ার সময় পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায় যে, এ ঘটনা কেউ জানালে প্রাণে মেরে ফেলবে।

একই রাতে ডাকাতরা নাসির পাটোয়ারীর বড় ভাই জসীম উদ্দিনের বাড়িতেও হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে যায়।

খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন এবং সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভুক্তভোগী মনিকা বেগম জানান, “ডাকাত দল আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমার মা, শ্বশুর ও তিন মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু লুটে নেয়। যাওয়ার সময় তারা হুমকি দেয়—ঘটনা জানালে বা মামলা করলে আমার ভাসুর ও মেয়েদের বাঁচিয়ে রাখবে না।” তিনি আরও বলেন, “ডাকাত দলের মূল হোতার নাম জানলেও বলার সাহস নেই—ওরা বলেছে নাম বললেই মেরে ফেলবে।”

এ ঘটনায় বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ইএইচ