ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৩:৫৮ পিএম
ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল এলাকায় অবস্থিত আল-আমিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মেশিন, পাট ও বস্তাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা বলে জানা গেছে।

রোববার রাত ১১টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা বিপুল পরিমাণ পাট, বস্তা ও যন্ত্রপাতি পুড়ে যায়।

ঘটনার পরপরই ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কুষ্টিয়া, পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরপুরসহ মোট ৫টি ইউনিট টানা ৮ ঘণ্টা চেষ্টার পর সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, “ভেড়ামারা, কুষ্টিয়া, মিরপুর ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন কোথা থেকে লেগেছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”

মিলে থাকা ৭০০ টন পাট সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বস্তা তৈরির ১০টি মেশিন সম্পূর্ণ এবং আরও ১২টি মেশিন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর পরিদর্শনে আসেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার।

আল-আমিন জুট মিলের নির্বাহী পরিচালক আল-আমিন বলেন, “আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ইএইচ