ছাত্র হত্যা মামলায় ফেনীর আ.লীগ নেতা তপন কারাগারে

ফেনী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:৫৯ পিএম
ছাত্র হত্যা মামলায় ফেনীর আ.লীগ নেতা তপন কারাগারে

ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপনকে দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, রাজধানীর শান্তিনগর এলাকার একটি আবাসিক ভবন থেকে তপনকে আটক করে পুলিশ। তিনি ফেনীর মহিপালে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। খায়রুল বাশার মজুমদার তপন পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের আবুল বশরের ছেলে।

তপন ২০২০ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত ফেনী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০২২ সালের ২৮ এপ্রিল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি আবাসিক ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। রোববার তাকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খায়রুল বাশার তপন ফেনী মডেল থানায় দায়েরকৃত ছাত্র হত্যা সংক্রান্ত দুইটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ