চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে হিরুর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতকে জব্দকৃত মালামালসহ সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হবে।
ইএইচ