চট্টগ্রামের সীতাকুন্ডে গ্যাস বিস্ফোরণে ফারুক (৪৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘কে আর’ নামের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ফৌজদারহাট সাগর উপকূলে কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় পরিত্যক্ত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফারুকের শরীর ঝলসে যায়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে অন্যান্য শ্রমিকরা দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে, বিস্ফোরণের ঘটনা গোপন রাখার চেষ্টা করে ইয়ার্ড কর্তৃপক্ষ আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সন্ধ্যায় ফৌজদারহাট সাগর উপকূলে গ্যাস বিস্ফোরণের খবর পেয়েছি। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে বিস্ফোরণের বিস্তার পাওয়া যায়নি।’
ইএইচ