চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, “আমরা এখানেই অবস্থান করবো, দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করব না।”
সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচিও ঘোষণা করেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সমাবেশ এবং জুমার নামাজের পর থেকে গণঅনশন কর্মসূচি শুরু হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, “বোতলকাণ্ডে জড়িত শিক্ষার্থীর বিচার আমরা করবো, তবে ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে দেওয়া হবে না।”
এদিকে, দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জবি শিক্ষার্থীরা। টানা প্রায় ২৪ ঘণ্টা ধরে তারা কাকরাইলে অবস্থান করছেন। অনেকে ক্লান্ত হলেও আন্দোলন থেকে কেউ সরে আসেননি। কেউ কেউ রাস্তায় ঘুমিয়ে রাত পার করে আবারও আন্দোলনে অংশ নিচ্ছেন।
ইএইচ