বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা উচিত নয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একতরফাভাবে এমন নীতিমালা তৈরি হলে তা দেশের টেলিকম খাতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে, নীতিমালায় নতুন প্রযুক্তির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা নেই। এতে বড় কোম্পানিগুলো সুযোগ নেবে, আর ছোট কোম্পানিগুলো টিকে থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার এ ধরনের নীতিমালা চাপিয়ে দিতে চাইছে। অথচ এতে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘এ ধরনের নীতিমালা তৈরির আগে প্রয়োজন ছিল সবার সঙ্গে আলোচনার। সরকার সেটা করেনি।’
এদিকে, একই দিন রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার দেশে আরও স্বৈরশাসনের পরিবেশ তৈরি করতে চাইছে। বিএনপি গণতান্ত্রিক ভোট চায়, যেখানে জনগণের রায়ে যারা নির্বাচিত হবে, তারাই দেশ চালাবে।’
বিআরইউ