নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৪৬ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে এনসিপির দেশগড়া পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া আমাদের পদযাত্রায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এই কর্মসূচিকে আমরা শিগগিরই দেশব্যাপী ছড়িয়ে দেবো। শুধুমাত্র রাজধানীকেন্দ্রিক নয়—সারাদেশের উন্নয়নের চিন্তা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নই এনসিপির প্রধান দাবি। এই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা কোনো নির্বাচনে যাবো না।”

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান সংবিধান আসলে আওয়ামী লীগের সংবিধান। এই সংবিধান বাতিল করে নতুন জনগণের সংবিধান রচনা করতে হবে, তবেই এনসিপি নির্বাচনে অংশ নেবে।”

নীলফামারী জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মজিদের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নীলফামারী জেলা সদস্য আক্তারুজ্জামান খান ও সামসুল হক, আমন্ত্রিত অতিথি ডা. কামরুল ইসলাম দর্পণ।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর আহ্বায়ক মেহেদী হাসান আশিক, সদস্যসচিব আলিফ সিদ্দিকী প্রান্তর এবং জেলার ছয় উপজেলার সমন্বয়ক ও কর্মীবৃন্দ।

ইএইচ