Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

প্রধানমন্ত্রীর ভারত সফর

বাংলাদেশকে বিদ্যুৎ দিবে ভারতের আদানি গ্রুপ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:০৯ এএম


বাংলাদেশকে বিদ্যুৎ দিবে ভারতের আদানি গ্রুপ

বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। আগামী ১৬ ডিসেম্বর থেকে ভারতের গড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

এক টুইটার বার্তায় আদানি বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে ভারতের গড্ডা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ মুহূর্তে চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সকালেই নয়াদিল্লি পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। বিমানবন্দরে শেখ হাসিনার জন্য ছিল লাল গালিচা সংবর্ধনা। এ ছাড়া স্বাগত নৃত্য আর বাদ্যযন্ত্র পরিবেশন করে তাকে অভ্যর্থনা জানায় একটি সাংস্কৃতিক দল।

এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় বেশি গুরুত্ব পাবে। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ইএফ

Link copied!