Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

১৯ জুলাই থেকে ওমরাহ নিবন্ধন শুরু

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ১০:৫৩ এএম


১৯ জুলাই থেকে ওমরাহ নিবন্ধন শুরু

আগামী ১৯ জুলাই থেকে ওমরাহ নিবন্ধন শুরু হবে। আর ওমরাহ পালন শুরু হবে ৩০ জুলাই। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। 

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছে যে, ওমরাহ নিবন্ধন পরিষেবাটি হজ শেষ হওয়ার পর ২০ জিলহজ বা ১৯ জুলাই মঙ্গলবার জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য বজায় রাখতে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে তীর্থযাত্রীদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ওমরাহ ভিসা ইস্যু করার বিষয়ে এই লিংকে গিয়ে জানতে পারবেন: https://www.haj.gov.sa/en/InternalPages/Umrah

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেয়া হতে পারে।

সফলভাবে এই বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছে সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর অনেকটা স্বাভাবিক ছিল এবারের হজের চিত্র। বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম এতে অংশ নেন। 

সূত্র: সৌদি গেজেট

ইএফ

Link copied!