Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কোরআন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৪, ০৩:৫৮ পিএম


সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কোরআন প্রশিক্ষণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাসব্যাপী শুরু হয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষাকার্যক্রম।

নিউইয়র্ক থেকে পরিচালিত প্রসিদ্ধ চ্যারিটি সংস্থা সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে।

এ বছর এমন কোরআন সেন্টারের সংখ্যা প্রায় ২৫টি। সেন্টারগুলোতে শিশুদের কোরআন শিক্ষাদানের পাশাপাশি তাদের হাতে ইফতারিও তুলে দেওয়া হয়।

এছাড়া এক মাসের এই পাঠদানের পর দেওয়া হবে সার্টিফিকেট। এসব আয়োজনের জন্য শিশুদের কাছ থেকে কোনো ধরনের অর্ধ নেওয়া হয় না। তাই অভিভাবকরাও আনন্দচিত্তে তাদের সন্তানদের এসব কোরআন সেন্টারে পাঠিয়ে থাকেন।

এ বিষয়ে সংস্থাটির প্রধান মাওলানা শহিদুল্লাহ বলেন, এই কোরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শিশু কিশোরসহ বয়স্কদের মাঝে কোরআনের আলো পৌঁছে দেয়াই প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে। এ পথচলায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাওলানা শহিদুল্লাহ।

এসব কোরআন সেন্টার পরিচালনার দায়িত্বে থাকা ইমামরা আয়োজনটির ভূয়সী প্রশংসা করেছেন।

তারা বলেন, বাংলাদেশে মক্তবের সংস্কৃতি অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। এমন সময় এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

ইএইচ

Link copied!