ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

শ্রীলঙ্কাকে মাশরাফীর অভিনন্দন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ১২, ২০২২, ১২:০০ পিএম

শ্রীলঙ্কাকে মাশরাফীর অভিনন্দন

কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের হাত ধরে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এরপর তাদের অবসরে যেন ভেঙে পড়ে লঙ্কানরা। দল গুছিয়ে নিতে বেশ পোড় খায় দলটি।

এর মধ্যে কেটে যায় আট বছর, বড় কোনো টুর্নামেন্টে আর শিরোপা জেতা হয়নি দলটি। অবশেষে চলতি এশিয়া কাপে এসে অচলায়তন ভাঙে লঙ্কান সিংহরা। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাইতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয় দাসুন শানাকারা।

টুর্নামেন্টের শুরুতে ফেভারিটের তালিকায় শ্রীলঙ্কা ছিল সবার নিচে শূন্য শতাংশ হার নিয়ে। সেই লঙ্কানরা নিজেদের প্রমাণ করে ধারাবাহিকভাবে ভালো খেলেই চ্যাম্পিয়নের তকমা গায়ে মাখিয়েছে। লঙ্কান সিংহদের এই প্রচেষ্টার জন্য তাদের কুর্নিশ জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়ে সাবেক এই অধিনায়ক লিখেছেন,

‘সিংহ কিন্তু বলে না যে, আমি বনের রাজা, সে স্রেফ মনে মনে ভাবে আমি বনের রাজা, ব্যাস এতটুকুই তার জন্য যথেষ্ট।

১৯৯৬ থেকেই তারা বুঝে গেছে কীভাবে ক্রিকেট খেলতে হবে।

অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভা, গুরুসিংহে, চামিন্দা ভাস, ধর্মসেনা, মুত্তিয়া মুরালিধরন, সনাথ জয়সুরিয়া, রোশন মহানামা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এতসব কিংবদন্তিরা না থাকলেও তাদের ঘুরে দাঁড়ানো স্রেফ সময়ের ব্যাপার।

শ্রীলঙ্কার এই প্রজন্মও হয়তো আগামীতে আরও বড় কিছু করে ফেললেও অবাক হওয়ার কিছু নেই। প্রথম ম্যাচে হয়তো নিজেরাও হতাশ হয়েছে, কিন্তু পরে পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, তা স্রেফ দারুণ খেলেছে বললে ভুল হবে বরং অন্যদের মনে ভয় ঢুকিয়ে দিতে বাধ্য করেছে। আর ওই ভয়টুকুই ট্রফি জেতার জন্য যথেষ্ট।

দেশের পরিস্থিতিকে এক পাশে রেখে খেলার মাঠে যা করেছে, তার জন্য কুর্নিশ শ্রীলংকানদের। কী কোচিং, সাহস, ধারাবাহিকতা, দারুণ ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং খেলোয়াড়দের শেষ পর্যন্ত লড়াইয়ের মনোভাব এককথায় অসাধারণ।

অভিনন্দন শ্রীলঙ্কা।’

এবি

 

Link copied!