ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

প্রেমে মজেছেন নেইমারের বাবা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৮:১৯ পিএম

প্রেমে মজেছেন নেইমারের বাবা

যে সময় প্রেম করার কথা নেইমারের, সেই সময় প্রেম করছে ব্রাজিলিয়ান এই ফুটবলারের বাবা। ব্রাজিলের এই তারকা স্ট্রাইকারকে নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। তবে সেটা সবসময় মাঠের ফুটবলকে ঘিরেই নয়। মাঠের বাইরে পার্টিপ্রীতি, আর্থিক অনিয়ম, ঘন ঘন প্রেমে জড়িয়ে পড়া এসব বিষয়ও নেইমারকে আলোচনায় রেখেছে সবসময়। তবে এবারের আলোচনায় নেইমার জুনিয়রের খুব একটা ভূমিকা নেই। আলোচনাটা এবার নেইমারের বাবা নেইমার সিনিয়রকে নিয়ে। সাত বছর আগে নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নেইমার সিনিয়রের।

এরপর দীর্ঘ সময় তার সঙ্গে নারী ঘটিত কোনো বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এবার মিলল প্রমাণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবারও প্রেমে মজেছেন নেইমারের বাবা। নেইমার সিনিয়রের সঙ্গে এক নারীর ছবি নিয়ে আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনো নারীকে জনসমক্ষে দেখা গেল। রিও ডি জেনিরোর একটি কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বাবার সঙ্গে ৪৫ বছর বয়সী সেই নারীর নাম মারিয়ানে বের্নাদি সান্তোস।

তিনি নেইমারের খুব কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা। প্রতিবেদন মতে, আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন অনেকের সঙ্গে। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ১৩ বছর। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ৫৮ বছর বয়সী নেইমার সিনিয়রের সঙ্গে বের্নাদি সান্তোসের সম্পর্কের শুরু। বের্নাদি নেইমারের খুব কাছের বন্ধু। পিএসজিতে যোগ দেওয়ার পর বের্নাদির সঙ্গে পরিচয় হয় নেইমারের। বিবাহবিচ্ছেদের পর নেইমারের মাও অবশ্য প্রেমে পড়েছেন।

২০২০ সালে এ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ৫৩ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে একটি পোস্টও করেছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল রসিকতা হলেও নেইমার তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলেন।

এবি

Link copied!