বাল্য বিয়ের আসরে হাজির পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১২:২২ পিএম

বাড়ির সামনে রঙিন গেইট। বড় বড় পাতিলে চলছে রান্নার আয়োজন। আত্মীয় স্বজনের পদচারণায় মুখরিত পুরো বাড়ি। মহা ধুমধামে চলছিল বাল্য বিয়ের আয়োজন। তবে আয়োজনে বাধ সাধে পুলিশ। ভেঙে দেয় বিয়ের আসর। এ ঘটনা নেত্রকোনার খালিয়াজুরীতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের মৃত অভিলাশ বর্মণের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সুলেখা বর্মণের বিয়ের আয়োজন চলছিল। ছেলের বাড়িও পাশের গ্রামে। খবর পেয়ে রাত ৯টার দিকে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয় পুলিশ। মেয়ের ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের কাগজপত্র দেখাতে বললে পরিবারের লোকজন দেখাতে পারেননি। পরে বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।  

চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, মেয়ের অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এ বিয়ে ভেঙে দেয় পুলিশ।  

খালিয়াজুরী থানার আওতাধীন লেপসিয়া পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজিবপুর গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সেখানে যাই। বর তখনও সেখানি আসেনি। দেখেই বুঝা যাচ্ছিল ওই মেয়ের বয়স সর্বোচ্চ ১৩-১৪ বছর হবে। পরিবারের লোকজনের কাছে মেয়ের জন্মনিবন্ধন বা ভোটার আইডি চাইলে তারা দেখাতে পারেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বলে বিয়ে বন্ধ করে দেই।

কেএস