সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ফের আগুন

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:৪৭ পিএম
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আবারো আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ডিপোর শেডে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করে জানায়, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে  রওনা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে পুলিশও ঘটনাস্থলে কাজ করছে।’

প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের লাশ উদ্ধার এবং দুই শতাধিক দগ্ধ ও আহত হন।

এআই