বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৪, ০৪:৫৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া নুটুল।

শনিবার দুপুর ২টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ইএইচ