সাংবাদিক তুহিন হত্যা: বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মানববন্ধন

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:০১ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচার নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথা সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন ও এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, নির্বাহী সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক প্রবাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রতীক ওমর প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশন সভাপতি হাকিম রুমন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। 

তারা আরও বলেন, হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

ইএইচ