ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৫, ০১:৪৯ পিএম

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ করতে দক্ষিণাঞ্চলের পথে ছুটে চলেছে অসংখ্য মানুষ। 

এ ভিড়ের মধ্যেই লঞ্চে ওঠার সময় নারী-শিশুসহ পাঁচজন যাত্রী বুড়িগঙ্গা নদীতে পড়ে যান।

বৃহস্পতিবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। 

তবে সৌভাগ্যবশত, তারা সবাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদযাত্রার অতিরিক্ত চাপের কারণে ঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান ওই পাঁচ যাত্রী। ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন যুবক দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই যাত্রীদের উদ্ধার করে নিরাপদে তোলেন। পরে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে অন্যরাও উদ্ধার কাজে অংশ নেন।

তাৎক্ষণিকভাবে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি, তবে প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর লঞ্চঘাটে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এরপর ঘরমুখো মানুষের যাত্রা আবারও স্বাভাবিক হয়ে যায়।

ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ বা নৌ-পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঈদযাত্রার সময় নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি জরুরি বলে মনে করছেন যাত্রীরা।

ইএইচ

Link copied!