Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

জুলাই ১, ২০২২, ০৪:৫০ পিএম


গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

চট্টগ্রামের ফটিকছড়িতে ধরুং খালে গোসল করতে গিয়ে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। উদ্ধারে কার করছেন ফায়ার সার্ভিসে ৪ সদস্যের ডুবুরী দল।

শুক্রবার (১ জুলাই) দুপুরে সাড়ে ১২ টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে এ ঘটনা ঘটেছে। ৪ ঘন্টা পার হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের নাম মো. কাউসার (১৪)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী  বাড়ির মো. খালেদের ছেলে এবং উপজেলাস্থ সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

কাউসারের চাচা রাশেদুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে সে গোসল করতে যায়। এরপর খবর পাই খালে গোসল করতে নেমে আর ওঠেনি।

প্রত্যক্ষদর্শী সমবয়সী আব্দুল্লাহ বলেন, আমি গোসল করতে আসরে দেখি সে পানিনে ভাসমান বাশের উপর বসা। পরে আমি যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। আমি ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়। 

অভিযানে থাকা ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. কামাল উদ্দিন আমার সংকাদকে বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরির প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তিনটার দিকে ৪ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।

কেএস 

Link copied!