ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভোঁদড় সংরক্ষণে কুষ্টিয়ায় সচেতনতামূলক সভা 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

জুলাই ২৪, ২০২২, ০৫:৪৯ পিএম

ভোঁদড় সংরক্ষণে কুষ্টিয়ায় সচেতনতামূলক সভা 

জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী ভোঁদড় সম্পর্কে জানতে ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ ও কিচির মিচির এর আয়োজনে কুষ্টিয়া জেলার হরিপুরে দি ওল্ড কুষ্টিয়া উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ব ভোঁদড় সংরক্ষণ সংস্থার অর্থায়নে আলোচনা সভায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  আরাফাত রহমান বলেন, জলজ স্তন্যপায়ী প্রাণীরগুলোর মধ্যে ভোঁদড় সুন্দর, বুদ্ধিমান, সমাজিক ও বৈচিত্র্যময় একটি প্রানী। বৈচিত্র্যতার কারণে কবি সাহিত্যিকের লেখায় উঠে এসেছে ভোঁদড় বা উদবেড়াল। 

আয় আয় টিয়ে নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেলো বোয়াল মাছে তাই না দেখে ভোঁদড় নাচে" এক সময় সারাদেশে বিস্তৃত ভোঁদড় এখন আর চোখেই পড়ে না। ঠাঁই হয়েছে আইইউসিএন লাল তালিকায়। জলজ বাস্তুতন্ত্রে ভোঁদড়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ভোঁদড় জলাভূমির ও নদীর স্বাস্থতার নির্দেশক। সুস্থ জলাভূমি পরিবেশ ও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের সুস্থ্য জীবন ও ভোঁদড় সংরক্ষণের প্রয়োজনে ভোঁদড় ও এর আবাসস্থল রক্ষায় সরকার ও সাধারন জনগণকে এগিয়ে আসতে হবে। 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার প্রাণিপ্রেমী ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন ( বিবিসিএফ) এর সহ সভাপতি শাহাবুদ্দিন মিলন, কার্য নির্বাহী সদস্য ফটোগ্রাফার এসআই আই সোহেল, দি কুষ্টিয়া ওল্ড হাই স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক, সদানন্দ মন্ডল, কিচির মিচির সংগঠনের ফারিহা ইকবাল পাফিন, কে এইচ নেওয়াজ, মোঃ তানভীর তাসনীম, সাদিয়া  নূরীন নূশরা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচির মিচির সংগঠনের  আবু তাহের। 

উপস্থিত স্বেচ্ছাসেবী সংগঠক বৃন্দ বক্তব্যে, পদ্মা-গড়াই মোহনার চরে প্রাপ্ত মসৃন চামড়ার ভোঁদড়  প্রজাতির ভোঁদড়ের আবাসস্থল সংরক্ষণে সরকারি ও প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিশ্বের ১৩ প্রজাতির ভোঁদড়ের মাঝে বাংলাদেশের ৩ ধরনের প্রজাতি পাওয়া যায়। প্রজাতিগুলো হচ্ছে ইউরেশীয় ভোঁদড়, স্মল-ক্লড ভোঁদড় এবং স্মুথ-কোটেড ভোঁদড়। বাংলাদেশের ভোঁদড়দের প্রতিটিই হুমকির সম্মুখীন। আইইউসিএন বাংলাদেশ ২০১৫ সালে ইউরেশীয় ভোঁদড় এবং স্মুথ-কোটেড ভোঁদড়কে মহাবিপন্ন ঘোষণা করেছে। অপর প্রজাতিটি স্মল-ক্লড ভোঁদড় যা এদেশে বিপদাপন্ন। বিশ্বব্যাপী ভোঁদড়রা ভালো নেই, ১৩ প্রজাতির মাঝে একটি বাদে প্রতিটির অস্তিত্ব হুমকির মুখে।

কেএস

Link copied!