Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আব্দুল্লাহ হক

আব্দুল্লাহ হক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০২:০৯ পিএম


চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা  ইমরান হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ঘটনার সাথে সাথে ডিবি ও থানার টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার চৌকস টিম ইমরান হত্যার প্রধান পরিকল্পনাকারী আসামি মাসুদ রানাকে (২৫) গ্রেপ্তার করে। 

আসামি মাসুদ রানা আলমডাঙ্গা থানার দুলর্ভপুর (বর্তমানে নওদা বন্ডবিল) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।  

২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পূর্বেই মাসুদ রানাকে কুষ্টিয়া সদর থানাধীন ঈদগাহ পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এঘটনায় আসামি মাসুদ রানা স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রসঙ্গত: গোবিন্দপুর মন্ডলপাড়ার আব্দুল জলিল জুড়োনের ছোট ছেলে আল ইমরানকে(২৫) শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  সকাল ১১ টার সময় পূর্বশত্রু তার জেরে একটি বিল্ডিংয়ের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজের কথা বলে মোবাইল ফোনে পৌর শহরের স্টেশন সংলগ্ন বাইপাস সড়কে ডেকে নির্মমভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। 

মারাত্মক আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ইমরান পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ সংক্রান্তে আলমডাঙ্গা থানার মামলা নং-০৮, তারিখ-১৭.০৯.২০২২, ধারা-৩০২/৩৪/১০৯ পেনাল কোড রুজু করা হয়।

টিএইচ

Link copied!