Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

হাতিয়ায় ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

মে ১১, ২০২৩, ০৮:২৮ পিএম


হাতিয়ায় ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের আভাসকে কেন্দ্র করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সিপিসি স্বেচ্ছাসেবকদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় হাতিয়ার ১৭৭টি সিপিপি ইউনিটের দলনেতা ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রতিটি ইউনিটে লাইফ-জ্যাকেট, রেইনকোর্ডসহ প্রভৃতির সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়।

পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সিপিপির ১৭৭টি ইউনিটের সকল সদস্যদের প্রস্তুত সহ উপজেলার ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এআরএস

Link copied!