ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাগুরার বিশেষ অবদান রাখায় ৩২ ব্যক্তিকে সম্মাননা প্রদান

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুলাই ৮, ২০২৪, ১২:১১ পিএম

মাগুরার বিশেষ অবদান রাখায় ৩২ ব্যক্তিকে সম্মাননা প্রদান

মাগুরার সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৩২ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’ এই শ্লোগানকে সামনে নিয়ে সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নাগরিকদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাগুরা জেলার ৩২ জন গর্বিত সন্তানদেরকে, ক্রীড়া, কৃষি উদ্যেক্তা, শিক্ষক, চিকিৎসক, ব্যক্তিত্ব সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ৯টায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, অর্পিতা বিশ্বাস, উম্মে কুলসুম, ড. নজরুল ইসলাম (লেখক), মোহাম্মদ নুর ইসলাম (ফলজ), সঞ্জিবন কুমার বিশ্বাস, মো. আমিরুল হক, মো. শাহিন ফকির (নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ), ব্রজেন্দ্রনাথ বালা (ক্যাপসিকাম চাষি), মো. নাসির হোসেন (ড্রাগন,ও বরই চাষি), মো. তৈয়বুর রহমান (পাট বীজ উৎপাদনকারী), গোপাল চন্দ্র পাল (ঐতিহ্যবাহী মৃৎশিল্পী), কবিতা বিশ্বাস (নারী কৃষি উদ্যোক্তা), আরিফ হাসান (ক্রীড়া সাংবাদিক), মোছা. তাসলিমা খাতুন আশ্রয়ন প্রকল্পে থাকেন (সবজি ও হাসঁ মুরগি পালন), মো. মোহন বিশ্বাস (মিষ্টি উৎপাদনকারী), হরশিত বিশ্বাস (তালগাছি), খান মো. আশরাফুল ইসলাম (পেঁয়াজ চাষি), নওশের পরামানিক, মহকুমা সেচ্ছাসেবী সংগঠন, দারাসার বেগম, সাদ্দাম হোসেন গোর্কি (ক্রিকেট কোচ), সাব্বির আহমেদ, শ্রীবাস রায় (বেহালাবাদক), ডা. পঙ্কজ কান্তি মন্ডল (অর্থোপেডিক সার্জন), মো. মাহমুদুর রহমান সজীব (সফল খামারি), মো. সুমন পারভেজ (মুরগি খামার) মো. আলমগীর হোসেন (খামারি), অছিউজ্জামান বুলবুল (শিক্ষক), পঙ্কজ আইচ, কিশোর কান্তি বিশ্বাস, শেখ হাবিবুল দেশ, সোহানুজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ড. শ্রী বীরেন শিকদার এমপি। সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাতাহ এবং স্থানীয় সাংবাদিকরা।

ইএইচ

Link copied!