Amar Sangbad
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪,

আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পাটগ্রামে গণ মিছিল

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৪, ০৭:৩৯ পিএম


আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পাটগ্রামে গণ মিছিল

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫ টায়  বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম, দলীয়করণ সংঘটিতকারী চিহ্নিত সন্ত্রাসী ও গণ দুশমনদের গ্রেপ্তারের দাবিতে গণমিছিল করা হয়েছে।

গণমিছিল শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাবা শহীদ আবুল কাশেমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাটগ্রাম পৌর বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি‍‍`র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি‍‍`র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। 

এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপি‍‍`র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। গণমিছিলে পাটগ্রাম পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আরএস

Link copied!