আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১, ২০২৫, ০৭:৫০ পিএম
৪৭ বছর বয়সী একটি গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করে একটি বিশেষ আদালত।
শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।
অভিযোগ অনুযায়ী, করোনা লকডাউনের সময় ওই নারীকে প্রথমে ফার্মহাউসে এবং পরে বেঙ্গালুরুর বাসবনাগুড়ির তার নিজ বাসভবনে মোট দুইবার ধর্ষণ করা হয়। প্রজ্বল ধর্ষণের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে এই কেলেঙ্কারি প্রকাশের পর প্রজ্বল রেভান্নার বাবা এইচ ডি রেভান্না ও মা ভাবানি রেভান্নার নির্দেশে ওই নারীকে অপহরণ করা হয় যাতে তিনি আদালতে সাক্ষ্য দিতে না পারেন।
বিশেষ আদালতে প্রজ্বলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে: ভারতীয় পেনাল কোড (আইপিসি) ধারা ৩৭৬(২)(ক) (যার উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রয়েছে এমন একজন নারীকে ধর্ষণ), ৩৭৬(২)(এন) (একই নারীকে পুনরায় ধর্ষণ), ৩৫৪এ (যৌন হয়রানি), ৩৫৪বি (কোনো নারীর কাপড় খুলে ফেলা), ৩৫৪সি (অনুমতি ছাড়া নারীর গোপন ব্যক্তিগত মুহূর্ত দেখা), ৫০৬ (ভয় দেখানো), ২০১ (প্রমাণ ধ্বংস করা) এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ই (গোপনীয়তা লঙ্ঘন)।
বিশেষ সরকারি প্রসিকিউটর অশোক নায়ক ‘টাইমস অব ইন্ডিয়া’-কে জানিয়েছেন, বিচার কার্যক্রম ২০২৫ সালের ২ মে থেকে শুরু হয়ে মোট ২৬ জন সাক্ষীর জেরা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিচার সম্পন্ন করতে মোট ৩৮টি শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ২৬ জন সাক্ষী ও ১৮০টি ডকুমেন্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ইএইচ