ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ধান কাটা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৪, ০৮:২৮ পিএম

ধান কাটা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮), আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪), ও জিবন (১৯)।

আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, ‘আমার জমিতে আমি ধান আবাদ করেছি। সেই ধান কেটে জমিতে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরলরা দলবলে লাঠিসোঠা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাঁধা দিলে তারা অতর্কিতভাবে হামলা করে। আমি ও আমার ছেলেসহ আরও তিনজন আহত হই।’

নূরলের শ্যালক হাফিকুল ইসলাম বলেন, আমার বোনজামাই এই জমি আগে থেকে ভোগ করে আসছে। মেম্বার হামিদ জোড়পূর্বক জমি নিজেদের দাবি করছে। আজকে আমরা ধান তুলতে আসলে তারা এসে আমাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!