Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৪, ০৭:৫৭ পিএম


লালমনিরহাটে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সদর উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘বউ-শাশুড়ি’ মেলা।

বুধবার উপজেলার হারাটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ‘জননী প্রকল্প’ এই ব্যতিক্রমী মেলার আয়োজন করে।

আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শনার্থীরা অংশ নেন মেলায়।

মেলাটি কেবল বউ-শাশুড়িদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, পরিবার পরিকল্পনা পিডিএফটি মোদাব্বের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন প্রমুখ।

ইএইচ

Link copied!