ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাণিজ্য মেলায় ছুটির দিনে উপচেপড়া ভিড়

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:১৪ পিএম

বাণিজ্য মেলায় ছুটির দিনে উপচেপড়া ভিড়

পূর্বাচলে চলছে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ছুটির দিনগুলোতে হচ্ছে উপচেপড়া ভিড়।

দেশি স্টলগুলোর পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করছেন বিদেশি স্টলগুলোতেও। উৎসবমুখর পরিবেশে চলছে মেলা।

গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকানের প্যাকেজ অফারে বেশি ঝুঁকছে ক্রেতারা। শেষ সময়ে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ও বিক্রিতে খুশি বিক্রেতারাও।

মেলায় গৃহস্থালি পণ্যের পাশাপাশি মিলছে বাহারি রঙ এবং ডিজাইনের খাট, পালঙ্ক, টেবিল, চেয়ার, আলমারিসহ হরেক রকমের আসবাবপত্র।

শনিবার মেলা ঘুরে দেখা যায়, মেলায় প্রায় ২৫টির মতো স্টল ও প্যাভিলিয়ন গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছে এসব স্টলে। হাড়ি পাতিল, ইলেকট্রিক মাল্টি কুকার, মাইক্রোওয়েভ ওভেন, সসপেন, ওয়াটার ফিল্টার, গ্যাসের চুলা, ননস্টিকি প্রেসার কুকার, হটপট, অ্যালুমিনিয়ামের কারুকাজ করা ট্রে, মগ, গ্লাস, বাটি, বড় থালা, টিফিন বক্সসহ হরেক রকম তৈজসপত্র রয়েছে এসব দোকানে।

তৈজসপত্রগুলোর মধ্যে নতুন ও ব্যতিক্রমী পণ্যের দিকে আগ্রহ বেশি দর্শক-ক্রেতাদের।

মেলা উপলক্ষ্যে ক্রেতাদের বিশেষ অফারে ৩৩ হাজার টাকার ১২ পিস পণ্য সাড়ে ২৪ হাজার টাকায় দেয়া হচ্ছে। ১২ পিসের মধ্যে রয়েছে, আধুনিক প্রযুক্তির ইটালিয়ান চুলা, ২৮ লিটারের মাইক্রোওয়েভ ওভেন, মাল্টি কুকার, কারি কুকার, রাইস কুকার, স্যান্ডউইচ মেকার, পানির ফিল্টার, ৫টি রান্নার হাঁড়ি, ব্লেন্ডার, রুটি মেকার।

এছাড়াও ক্রেতাদের পছন্দমতো পণ্য পরিবর্তন করতে নিতে পারবেন।

মেলায় ঘরে ব্যবহৃত আসবাবপত্রের পাশাপাশি অফিস সাজানোর পণ্যও মিলছে প্যাভিলিয়নগুলোতে। এবারের বাণিজ্যমেলা উপলক্ষ্যে ব্র্যান্ডগুলো যেমন নতুন ডিজাইন নিয়ে এসেছে, তেমনি বিশেষ অফারও দিচ্ছে। দৃষ্টিনন্দন এসব ফার্নিচার দেখতে ও কিনতে বরাবরই আগ্রহী থাকেন ক্রেতারা। হল ‍‍`এ‍‍` এর ডান দিকে রয়েছে ফার্নিচার এবং বামদিকে রয়েছে ইলেকট্রনিকসের প্যাভিলিয়ন।

এদিকে মেলা উপলক্ষ্যে সব ফার্নিচারে রয়েছে অন্তত ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলায় কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাব কেনার সুযোগও আছে। বিনা সুদে ৩ থেকে ১৮ মাসের কিস্তিতে বিভিন্ন ধরনের আসবাব পণ্য কেনার সুযোগ দিচ্ছে প্রায় সব প্রতিষ্ঠান। তবে এ জন্য ক্রেতাদের ক্রেডিট কার্ড থাকতে হবে।

মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা আমিনুল ইসলাম বলেন, বাচ্চারা প্রথম থেকেই মেলার আসার আবদার করছে। তাদের আবদার পূরণ করতে এবং বাসার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে মেলায় এসেছি।ছোট বাচ্চার খেলনা ও একটি ড্রেস কিনেছি। বড় ছেলের জন্য কিনেছি দু’টি প্যান্ট। আর বাসার জন্য একটি রাইসকুকার, মাইক্রো ওভেন ও একটি ব্লেন্ডার কিনেছি।

ঢাকার নতুন বাজার এলাকা থেকে আসা রাতুল বলেন, মেলায় দ্বিতীয় দিন এলাম।প্রথম দিকে এসে শুধু দাম শুনে গেছি। আজ দু’টি প্যান্ট ও দু’টি টিশার্ট কিনেছি। দাম আগের দিন যা শুনেছি তার থেকে কম নিয়েছে।

ইএইচ

Link copied!