ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অপরাধ দমনে চেকপোস্ট কার্যক্রম তদারকি করলেন এসপি আব্দুল্লাহ আল ফারুক

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

মার্চ ৬, ২০২৫, ০২:৫৩ পিএম

অপরাধ দমনে চেকপোস্ট কার্যক্রম তদারকি করলেন এসপি আব্দুল্লাহ আল ফারুক

নোয়াখালীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

বুধবার মধ্যরাতে জেলার বেগমগঞ্জ থানার বিভিন্ন চেকপোস্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হয়।

সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজন হলে তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়।

জানা গেছে, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানার সদস্যরা দিন-রাত চেকপোস্ট পরিচালনা করছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত নজরদারির মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে পুলিশের ভেরিফায়েড পেজে এক বার্তায় জানানো হয়, “ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনী বা এককভাবে অভিযান পরিচালনার মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর।”

নোয়াখালীর সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইএইচ

Link copied!