ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

জুন ১৫, ২০২৫, ০৬:১৫ পিএম

মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। 

শত শত মানুষ মেঘনার তীরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসাদুল হক মিল্টন চৌধুরী, বিএনপি নেতা মামুন হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন কালু, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, ইউপি সদস্য আবুল কালাম, যুবদল নেতা জাকির হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা জানান, চলতি বর্ষায় মেঘনার ভাঙনে বালিয়া গ্রামের শতাধিক বাড়িঘর ও শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উলানিয়া বাজার থেকে আলীগঞ্জ বাজার পর্যন্ত চার কিলোমিটার এলাকাজুড়ে ৩৮৬ কোটি টাকার একটি নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করা হলেও বালিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার অংশ বাদ পড়েছে। ফলে এলাকাটি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে এই এলাকা সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে সুরক্ষা না দেওয়া হয়, তাহলে পুরো গ্রাম মেঘনার গর্ভে বিলীন হয়ে যাবে।

বক্তারা আরও জানান, কয়েকশ বছর পুরোনো বালিয়া গ্রামের আয়তন নদীভাঙনে ক্রমেই কমে আসছে। বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ এখানে বসবাস করছেন। প্রতিনিয়ত ভাঙনের ফলে এসব পরিবার চরম আতঙ্কে দিন পার করছেন।

তারা পানি উন্নয়ন বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে জিও ব্যাগ ফেলে বালিয়া গ্রামকে স্থায়ীভাবে রক্ষা করা যায়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, “বালিয়া গ্রাম মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন খবর পেয়েছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।”

ইএইচ

Link copied!