অভয়নগর (যশোর) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৫, ০২:৫৮ পিএম
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে যেন কাঁদুনি ছাড়া আর কিছু নেই। প্রতি বছর বর্ষা এলেই স্কুল মাঠে জমে হাঁটুসমান পানি। শ্রেণিকক্ষে যেতে হলে জলমগ্ন মাঠ পেরিয়ে যেতে হয় শিক্ষার্থীদের।
প্রায়ই কেউ না কেউ পানিতে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে ফেলে, কখনও পা পিছলে আহতও হয়। ফলে উপস্থিতি কমে যায়, আর যারা আসে তাদেরকেও ভেজা পোশাক ও নষ্ট বই-খাতা নিয়ে ক্লাস করতে হয়। এতে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, পূর্বদিকে যে খাল দিয়ে বিদ্যালয়ের পানি ভৈরব নদীতে চলে যেত, তা বন্ধ হয়ে গেছে ভাটপাড়া ইকোপার্ক নির্মাণের পর। ফলে মাঠের জমে থাকা পানি বের হওয়ার আর কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ থেকে এক সময় একটি ড্রেন নির্মাণ করা হলেও তা কার্যকর হয়নি। বর্ষা মৌসুমে এই সমস্যার আরও ভয়াবহ চিত্র দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষার্থী হোসনেয়ারা খাতুন জানান, ‘প্রায় প্রতিদিনই পানি পেরিয়ে ক্লাসে যেতে হয়। বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। অনেক সময় কেউ কেউ পা পিছলে পড়ে আহত হয়।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা বলেন, ‘সম্প্রতি টানা বৃষ্টির ফলে শুধু মাঠ নয়, ভবনের বারান্দা পর্যন্ত পানি উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা জলাবদ্ধতার স্থায়ী সমাধানে জেলা প্রশাসনের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করেছি।’
এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের প্রতিনিধি এএসসি শরিফুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই ড্রেন নির্মাণ করে পানি ভৈরব নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’
ইএইচ