ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫
Amar Sangbad

রংপুরে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ২০

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

জুলাই ১৯, ২০২৫, ০২:৫০ পিএম

রংপুরে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ২০

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম রেজা (৩৫) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সেলিম রেজা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়াহাটা গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর ব্যস্ততম সিও বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্টেশনের একটি রিজার্ভ ট্যাংকে বেশ কিছুদিন ধরে গ্যাস লিকেজ ছিল। শনিবার সেটি মেরামতের সময় ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় এলপিজি পাম্পের কাউন্টার, ১০ থেকে ১২টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, আশপাশের দোকান ও বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলাচলরত একটি যাত্রীবাহী শীততাপ নিয়ন্ত্রিত বাসের সব জানালার কাচ ভেঙে পড়ে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে অবহেলা ছিল। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়াতেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা জোরদার করা হয়। সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

রংপুর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ১-২ কিলোমিটার এলাকার থাই গ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে যায়। টিনের চাল উড়ে গিয়ে দূরে পড়ে, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সগুলো ভেঙে যায়। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর পড়েছে। ঘটনাস্থলটি এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে রূপ নেয়।

ইএইচ

Link copied!