আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৮, ২০২৫, ০৯:১৬ পিএম
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন বলে স্বীকার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে সরাসরি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় অসত্য তথ্য প্রদান করেছেন শেখ হাসিনা, যা দণ্ডবিধির ১৮১ ধারা অনুযায়ী একটি অপরাধ। তবে হলফনামা যাচাইবাছাই ও মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের সময় অতিক্রান্ত হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে এখন আর এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।’
ইসি থেকে দুদক সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘যেহেতু সময়কাল অতিক্রম করেছে, তাই ইসির এখতিয়ার সীমিত। তবে যেহেতু শেখ হাসিনা একটি মিথ্যা হলফনামা দিয়েছেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৯৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করতে পারেন।’
এর আগে ২২ মে, দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘তিনি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় তার সম্পদের বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় দুদক।’
ইএইচ