জুলাই ১৭, ২০২৫, ০৯:২৩ পিএম
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ হয়েছে যায়। তবে বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, আমরা তো বাংলাদেশে ভিসা দিচ্ছি। নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।
কিন্তু সম্প্রতি বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’
বিআরইউ