ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
জুলাই ১৯, ২০২৫, ০৬:১৮ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় নোয়াখালী জেলায় ২৬ জন শহীদের নামে ২৬টি শতবর্ষী গাছ রোপণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে নোয়াখালী সদরের সোনাপুর ডিগ্রি কলেজ মাঠসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।
একই সময়ে জেলার সাতটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জেলা প্রশাসনের তথ্যমতে, জুলাই-আগস্টের গণআন্দোলনে জেলার বিভিন্ন উপজেলার ২৬ জন নারী-পুরুষ শহীদ হন। সে অনুযায়ী প্রতিটি শহীদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হয়।
নোয়াখালী সদর উপজেলায় ৬ জন, বেগমগঞ্জে ৯ জন, সোনাইমুড়ীতে ৬ জন, হাতিয়ায় ২ জন, চাটখিল, সেনবাগ ও কোম্পানীগঞ্জে একজন করে শহীদের নামে গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “জুলাই বিপ্লব আমাদের জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি। এই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে শহীদদের স্মৃতি বহন করবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনূর জাহান নীলা, সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ-উজ-জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল এবং সদর উপজেলা রেঞ্জের বন কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, বন বিভাগের কর্মকর্তারা এবং সোনাপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
ইএইচ