Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪,

ঢাবির ক্লাস এবং পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত আগামীকাল

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৯:২৮ পিএম


ঢাবির ক্লাস এবং পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত আগামীকাল

তীব্র তাপ প্রবাহে স্কুল এবং কলেজে আগামী ৭ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়েও ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে এই সময়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে কিনা সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

 শনিবার ( ২০ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত ভিসি ও  প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার এ প্রতিবেদক কে এই তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, আমরা এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসিনি। ডিনস সভা করে সিদ্ধান্ত নিতে হবে। এখন উপাচার্য দেশে নেই। উনার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামীকাল রোববার বিষয়টি নিয়ে আমরা বসবো।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনিও একই মন্তব্য প্রদান করেন।

আরএস

Link copied!