ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘লালজমিন’ নাটক পাঠ্যে অন্তর্ভুক্তির দাবি

বিনোদন ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০৫:৫৪ পিএম

‘লালজমিন’ নাটক পাঠ্যে অন্তর্ভুক্তির দাবি

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লালজমিন’। চতুর্দশী কিশোরীর লাল পদ্মের প্রতি প্রেম দিয়ে শুরু সেই গল্প। কৈশোরেই যে কি-না বাবা-মায়ের মধ্যরাতের গুঞ্জন শুনে তার মন ও মস্তিষ্কে তুলে নেয় দু’টি শব্দ─ ‘মুক্তি ও স্বাধীনতা’।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই নাটক মঞ্চায়নে সম্প্রতি অনুমতি দিয়েছে মাধমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সংশ্লিষ্টদের দাবি, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি স্তরে নাটকটি পাঠ্য আকারে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১২টায় শূন্যন রেপার্টরি থিয়েটারের আয়োজনে কাকরাইলে অবস্থিত অনুস্বর স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে মঞ্চ নাটকটির একক অভিয়নয়শিল্পী এবং শূন্যনের প্রধান নির্বাহী মোমেনা চৌধুরী এবং শূন্যনের সভাপতি ও অভিনয়শিল্পী অধ্যাপক জিয়াউল হাসান কিসলু এ দাবি জানান।

অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী বলেন, ‘স্কুল-কলেজে মঞ্চ নাটকটি পরিবেশনার পর শিক্ষার্থীদের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সঠিক ইতিহাস জানতে পেরে অনেকে শিক্ষার্থী তাদের অনুভূতি শেয়ার করেছে।

তাদের আগ্রহের জায়গা থেকে আমার মনে হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই নাটক ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। কারণ আমরা আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে সরে গিয়েছি। 

আবার অনেক শিক্ষার্থীর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে মুক্তিযুদ্ধ মানে গণ্ডগোল। সমাজকে সচেতন করতেই আমাদের এ উদ্যোগ।’

বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান কিসলু বলেন, মাধ্যমিক স্তরে ‘কবর’, উচ্চ মাধ্যমিকে ‘সিরাজউদ্দৌলা’, ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক থাকলেও মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো নাটক নেই। 

পাঠ্য হিসেবে নাটকটি অন্তর্ভুক্ত করা হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি তাদের মধ্যে সাংস্কৃতিক বিকাশ ঘটবে। নারী শিক্ষার্থীদের কেউ একজন মোমেনা হিসেবে অভিনয় করবে। এর মাধ্যমে সারা দেশে এই সংস্কৃতি ছড়িয়ে পড়বে।

উল্লেখ্য যে, সদ্যঃপ্রয়াত বিশিষ্ট নাট্যকার মান্নান হীরার রচয়িত ‘লালজমিন’ ২০১১ সাল থেকে অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক অভিনয়ে মঞ্চায়িত হয়ে আসছেন। 

ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ৭৮ বার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় ১৫টি কলেজে এবং বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় ৪২টি পুলিশ লাইনে নাটকটি মঞ্চায়িত হয়েছে। 

প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, কোরিয়া ও ভারতে সব মিলিয়ে ৩০৫ বার মঞ্চায়িত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩০৬তম প্রদর্শনী হবে।

টিএইচ

Link copied!