বিনোদন প্রতিবেদক, ঢাকা
জুলাই ২৯, ২০২৫, ০৮:০৫ পিএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে একজন পুরুষের ছবি। সেই ছবির উপরে শিরোনাম ‘ইনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ'। এই পুরুষকে নিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তিনি হলেন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। তাকে জুড়েই ফেসবুকে যত জল্পনা-কল্পনা।
সম্প্রতি তিনি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। আর সেই ছবি ফেসবুকে ব্যবহার করে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে নানা রকমের কথা। তাকে সুদর্শন পুরুষ মানতে রাজি নন সমালোচনা করা এসব নেটিজেনরা।
কোরিওগ্রাফার হওয়ায় দেশের শোবিজ অঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার। অ্যাডলফ খান অনেকের কাছেই পরিচিত মুখ। যার কারণে সবার নজরে পড়েছেন তিনি। তাই খুব দ্রুতই সমালোচনার মুখে পড়েন তিনি।
এ বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন কোরিওগ্রাফার অ্যাডলফ খান। সেখানে তিনি লিখেন, ‘আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নই। কারো মতো হবো না বলেই শুধুমাত্র অ্যাডলফ খানই হতে চেয়েছি'।
কাফি/ইএইচ