ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫
Amar Sangbad

নিজের দেশেই নিষিদ্ধ হলো অস্কার মনোনীত ‘জয়ল্যান্ড’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৫, ২০২২, ০২:০৯ এএম

নিজের দেশেই নিষিদ্ধ হলো অস্কার মনোনীত ‘জয়ল্যান্ড’

অস্কার মঞ্চে যে কোনো দেশের ছবির মনোনয়ন পাওয়াটাই বেশ গর্বের। এবার পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ছবিটি মনোনীত হয়েছে অস্কারের জন্য। পাক পরিচালক সাইম সাদিকের এই ছবি অস্কার মনোনয়ন পেলেও নিজের দেশেই হলো নিষিদ্ধ! ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা পাকিস্তানে।

তার আগে ৬ অক্টোবর এই ছবির বিশেষ প্রদর্শনী হয়। কিন্তু মুক্তির দিনকয়েক আগেই দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাকিস্তানের ১১ রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’ ছবিটিকে। অস্কারে মনোনয়ন পাওয়ার আগে পরিচালক সাইম সাদিকের এই ছবি দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে।

‘জয়ল্যান্ড’-এর হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয় পাকিস্তানের। এর আগে ২০১৯ সালে সাইম সাদিক একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানান। সেই ছবি ভেনিস চলচ্চিত্র উৎসব ঘুরে আসে। পূর্ণদৈর্ঘ্যের ছবি এই প্রথম। আর সাইমের প্রথম ছবিই ‘নিষিদ্ধ’ তকমা পেল! ছবির গল্পটা কেমন, কেনই বা দেশটি ছবিটি প্রদর্শনে বাধা হয়ে দাঁড়ালো।

নির্মাতা সূত্রে জানা গেছে, এই ছবি আসলে পাকিস্তানের পুরুষতান্ত্রিকতার ওপর জোর আঘাত হেনেছে। ছবির যে প্রধান চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবারের ছেলে।

পরিবার আশা করেছিল, সে ভবিষ্যতে বিয়ে করে পুত্রসন্তানের জন্ম দিয়ে বংশ এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই ছেলে গোপনে যোগ দেয় এক ইরোটিক ডান্স গ্রুপে। সেই গ্রুপের এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে যায়।

এই বুনটে বাঁধা ছবির গল্প। যা পাকিস্তান সরকার দর্শকদের দেখাতে আগ্রহী নয়। ছবিটি ব্যান করার কারণস্বরূপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘‘জয়ল্যান্ড’ ছবিটি দেশের সংস্কার বিরোধী, তাই দেখানো যাবে না।’’

অবশ্য এমন সিদ্ধান্তে পাকিস্তানের দর্শকদের একাংশ তীব্র ভর্ৎসনা করছে সরকারকে।

ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর।

Link copied!