Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্প কমল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:৪৫ পিএম


নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্প কমল

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পুষ্প কমল দাহাল। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি তাকে শপথ পাঠ করান।

শনিবার পুষ্প কমলকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি।  

পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’ নামে পরিচিত। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে বসলেন তিনি। নতুন সরকার গঠনে সংসদে ১৬৯  জন সদস্যের সমর্থন পাওয়ার পর তিনি এই পদে মনোনীত হন।  

২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং পরে ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন পুষ্প কমল।  

তিনি নতুন সরকারের পাঁচ বছরের মেয়াদের প্রথম অর্ধেক সময় প্রধান হিসেবে থাকবেন বলে জানা গেছে। এরপর জোটসঙ্গী ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।  

নেপালে হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্প কমল দাহাল।  

নেপালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার পুষ্প কমলকে অভিনন্দন জানান। এক টুইটে মোদি বলেন, ভারত ও নেপালের মধ্যকার অনন্য সম্পর্কের ভিত্তি গভীর সাংস্কৃতিক সংযোগ ও এবং লোকজনের উষ্ণ বন্ধন। শক্তিশালী বন্ধুত্বের জন্য সামনে আমরা একসঙ্গে কাজ করব।  

এবি

Link copied!