Amar Sangbad
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:৩১ পিএম


নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হতে পারে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

আমিনুল ইসলাম খান বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আছে। ওই মাসে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না।

আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।

প্রাথমিকের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফলাফল একবারেই প্রকাশ করা হবে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, এখনো কিছু কিছু জেলায় মৌখিক পরীক্ষা চলছে।

টিএইচ
 

Link copied!