ঝিকরগাছায় শারীরিক প্রতিবন্ধীর মোটর ভ্যান ছিনতাই

ঝিকরগাছা (যশোর) প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০২:২০ পিএম
ঝিকরগাছায় শারীরিক প্রতিবন্ধীর মোটর ভ্যান ছিনতাই

যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী হায়াতুল ইসলামের প্রতিবন্ধী পুত্র ভ্যানচালক শামীম পারভেজ (১৯) এর মোটর ভ্যানটি ছিনতাই হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পানিসারা ফুলমোড় থেকে নারাঙ্গালি গামী রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

শামীম এর মা পারুল বেগম বলেন, আমার স্বামী শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী। ছেলেও কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। ১ মাস আগে ৪০ হাজার টাকা লোন নিয়ে তাকে একটি মোটরভ্যান কিনে দিয়েছিলাম। গত ১৪ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা ২ জন পুরুষ গদখালি যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে। গদখালি গিয়ে তারা পানিসারা ফুলমোড়ে যেতে বলে। সেখান থেকে নারাঙ্গালি গামী রোডে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে আমার ছেলেকে মারপিট করে জখম করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভ্যানটি ছিনিয়ে নেয়। 

তিনি আরো বলেন, এই ঘটনায় আতঙ্কে ছেলেটি আরও অসুস্থ হয়ে পড়েছে। একদিকে প্রতিবন্ধী স্বামী সন্তান অন্যদিকে লোনের কিস্তি নিয়ে আমি অথৈ সাগরে পড়েছি। এবিষয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ করেছি। এবং এই ঘটনায় ছিনতাইকারী দের আটক করে ভ্যানটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজি বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,অসহায় পরিবারের আয়ের একমাত্র উৎস এই ভ্যানটি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

জেএইচআর