জাতীয় মৎস্য সপ্তাহে নানিয়ারচরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৩:০৭ পিএম
জাতীয় মৎস্য সপ্তাহে নানিয়ারচরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নানিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা। 

সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং নদী-খাল-ঘেরে মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

পরে সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ