ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ডি-৮ সম্মেলনের উদ্দেশে দেশ ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:১৫ এএম

ডি-৮ সম্মেলনের উদ্দেশে দেশ ছাড়লেন ড. ইউনূস

ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

এই সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ‘ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।’

এর আগে, গত ৩০ অক্টোবর মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। তিনি জানান, ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ফিলিস্তিনের জনগণকে সমর্থন দেওয়ার বিষয়ে এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ (ডেভেলপিং-৮) গ্রুপের কার্যক্রম শুরু হয়। এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার করা, বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন।

ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিআরইউ

Link copied!