Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

দাবদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৫, ০৮:৪১ পিএম


দাবদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি

চলমান দাবদাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য মসজিদগুলো খোলা রাখা হবে।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদ খোলা রাখা হবে। মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

এদিকে চলমান দাবদাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।

আরএস

Link copied!