Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

তারেক রহমান

মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন দেশ গড়ার পালা

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট থেকে

মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট থেকে

নভেম্বর ২৮, ২০২৪, ০৭:২৬ পিএম


মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন দেশ গড়ার পালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশকে গড়বার পালা।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বলেন, দেশে শুধু মেধা, মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক থাকলে হবে না, মেধাবী খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করবো।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

তারেক রহমান বলেন, সমাজে ধারণা হলো– পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মীও দেশ সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ ১০টি জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

ইএইচ

Link copied!