Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

মিল্টন সমাদ্দারকে নিয়ে নতুন তথ্য দিলেন ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৪, ০৯:৩৬ এএম


মিল্টন সমাদ্দারকে নিয়ে নতুন তথ্য দিলেন ডিবিপ্রধান হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, অবৈধভাবে মরদেহ দাফন, টর্চার সেল, আয়ের উৎস- সবকিছুই মামলায় রাখা হবে।

বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের প ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, আমরা মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে বলে তথ্য জানতে পেরেছি।

ডিবিপ্রধান বলেন, মিঠু হালদার নামে এক নার্সকে বিয়ে করেন মিল্টন সমাদ্দর। এরপরে তার স্বপ্নে আসল চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার স্থাপন করবেন। স্ত্রীকে দিয়ে এমন একটি প্রতিষ্ঠান খুলে সেবা দিতে শুরু করেন তিনি। গণমাধ্যমে এসেছে তার একটি অপারেশন থিয়েটারের তথ্য। যেটার কোনো লাইসেন্স নেই।

ইএইচ

Link copied!