Amar Sangbad
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫,

সচিবালয়ে পিআইডি ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৪, ০৪:৫৯ পিএম


সচিবালয়ে পিআইডি ভবনে আগুন

রাজধানীতে সচিবালয়ে ৯ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খবর পেয়ে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।

বিআরইউ

Link copied!