Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

কীভাবে গ্রেপ্তার হলেন সালমান ও আনিসুল?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৪, ১২:২৬ এএম


কীভাবে গ্রেপ্তার হলেন সালমান ও আনিসুল?

নৌপথে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে রজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, মঙ্গলবার নৌপথে ‘পালানোর সময়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ

Link copied!