নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৫, ০১:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৫, ০১:০০ পিএম
অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সেই মামলার তদন্ত চলছে। যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তবে তাকে ছেড়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, জুলাই মাসে সংঘটিত গণহত্যায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে বলা হয়েছে, যাতে নিরপরাধ কেউ ভোগান্তির শিকার না হন।
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুবাহী যান চলাচল সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো গরুর গাড়ি রাস্তার মাঝে নামানো যাবে না। সরাসরি হাটে নিয়ে নামাতে হবে। প্রতিটি হাটে আনসার বাহিনীর ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, ঈদের আগে ও পরের তিনদিন বাল্ক পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে—এমনকি রাতেও।
গার্মেন্টস শ্রমিকদের বোনাস ও বেতন বিষয়ে উপদেষ্টা বলেন, “এই মাসের মধ্যেই বোনাস পরিশোধ করতে হবে এবং ১ জুন থেকে ৩ জুনের মধ্যে সব শ্রমিকের বেতন দিতে হবে।”
ব্রিফিংয়ের শেষদিকে উপদেষ্টা সবাইকে আহ্বান জানান, “কেউ যেন অযৌক্তিক দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি না করেন।”
ইএইচ